মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
৫নং হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ি এলাকার বাসিন্দা আলহাজ্ব মফজল চৌধুরী’র তিন সুযোগ্য প্রবাসী দানবীর সন্তান এনাম চৌধুরী, জয়নাল আবেদীন চৌধুরী, কামাল চৌধুরী ভ্রাতৃত্রয় করোনা ভাইরাসের কারণে লকডাউনে গাড়ি চালাতে না পেরে কর্মহীন হয়ে পড়া সিএনজি, ভাড়ায়চালিত মোটরসাইকেল ও চার্জিং রিক্সার চালকদের পরিবারের জন্য পৌঁছে দিয়েছেন ঈদের উপহারসামগ্রী। আজ হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৬০জন কর্মহীন চালকের হাতে ঈদের উপহারসামগ্রী তুলে দিয়েছেন।
এ সময় চালকদের নেতা রিদন মালাকার বলেন, “আমাদের পাশে পরিবহন নেতারা নেই। এই বিপদে শুধু পাশে এসে দাঁড়িয়েছেন হাজী মফজলের সন্তানেরা। ভগবান উনাদের মঙ্গল করুন।”
এ সময় উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি ই-সেন্টারের পরিচালক নাজমুল হক রাফি, ‘মানবিক হারুয়ালছড়ি’র মূল উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের ছাত্র ইমাম হোসেন, হারুয়ালছড়ি ইউনিয়ন ছাত্রলীগের নেতা মোহাম্মদ বাবর।
উল্লেখ্য, এর আগেও ৪ধাপে ৪হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন হাজী মফজলের প্রবাসী এ তিন পুত্র।