সোমবার, আগস্ট ১৮, ২০২৫

হার না মানা এক যোদ্ধার নাম এনামুল হক বাবলু

আপডেট:

ডেক্স রিপোর্টঃ
মানুষ টা স্বপ্ন শুধু দেখে না, দেখায়। স্বপ্নগুলো ভেঙে গেলে নিরাশ মানুষের মতো হতাশ হয়ে থেমে যায় না বরং ঘুরে দাঁড়ায় নতুন স্বপ্নের সারথী হয়ে। এগিয়ে নিয়ে যায় স্বপ্ন ভাঙ্গা মানুষগুলোকে কোন নতুন আলোর খোঁজে। ব্যবসা করেই এগিয়ে যাচ্ছিলেন,নিজের স্বপ্নের চূড়ায়। সমাজ সচেতন হিসেবে পাশে থাকতেন সাধারণ জনগনের।

মানুষ টার নাম হল- খন্দকার এনামুল হক বাবলু। মানুষের সেবার ব্রত নিয়েই তার রাজনীতিতে পদচারণ। মুক্তিযোদ্ধা পরিবারের এই সন্তান ছাত্র জীবন থেকেই নৌকার রাজনীতির সাথে নিজেকে যুক্ত করেছেন। এমপি নির্বাচনে সরাসরি মাঠে কাজ করে নৌকা প্রতীককে বিজয় ছিনিয়ে এনে দেয়ার মাধ্যমে প্রত্যক্ষভাবে রাজনীতিতে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

বর্তমানে খন্দকার এনামুল হক বাবলু ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী। মানুষের পাশে আজীবন থাকার অঙ্গীকার দিয়েছেন। এ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাকে যদি এলাকাবাসী একবার সুযোগ দেয়, তাহলে তাদের সেবায় নিজের সর্বোচ্চটা দিয়ে বুঝিয়ে দিব একজন কাউন্সিল চাইলে নিজের এলাকায় কিনা করতে পারে।

তিনি করোনাকালীন সময়ে ত্রাণ বিতরণ, ড্রেণে স্প্রে, মাস্ক বিতরণ থেকে শুরু করে মধ্যবিত্তদের বিকাশ নাম্বার সংগ্রহ করে তাতে গোপনে টাকা পাঠিয়ে দিয়ে সবধরনের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত