নিজস্ব প্রতিনিধি:
সারা স্লোগানে মধ্যে “গাছ লাগাও বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা দেশের ন্যায় রাঙামাটিতেও এবারে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২০ইং এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় সদরে শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের সদস্য, রাঙামাটি জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. মুছা মাতব্বর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য নাছির উদ্দীন তালুকদার, প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমূখ । এতে, সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহজাহান। এছাড়াও শহর ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দীন জানিয়েছেন, এই কর্মসূচীর আওতায় রাঙামাটি স্বেচ্ছাসেবক লীগ জেলার ১০টি উপজেলায় পর্যায়ক্রমে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি জাতের চারাগাছ রোপণ করা হবে সূত্রে জানা যায়।