সোমবার, আগস্ট ১৮, ২০২৫

স্বপ্নতরী-৭১’র উদ্যেগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট:

জাবেদ ভূঁইয়া, মিরসরাইঃ
মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠন স্বপ্নতরী-৭১’র উদ্যেগে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে সার্বিক সহযোগিতায় মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং, থ্যালেসেমিয়া প্রতিরোধ ও রক্তদানের সচেতনতামূলক ক্যাম্পেইন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিনামূল্যে দিন ব্যাপি প্রায় ৪৩৫ জন মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। ও সচেতনতা মূলক ২০০০ লিফলেট বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে স্বপ্নতরী-৭১’র সভাপতি ওমর ফারুক সাকিবের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ মোস্তফা’র সঞ্চালনায়, রক্তদান বিষয়ক সম্পাদক আরাফাতের জামান রাজু ও সাধারন সম্পাদক মো:,নুরুন নবী’র সার্বিক পরিচালনা আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন- অর্থ সস্পাদক মোবারক হোসেন, অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন- মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের পরিচালক- আবদুল রহমান ঈশান এবং প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন- মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম।

বিজ্ঞাপন

এসময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- মীরসরাই থানার পক্ষ থেকে এস আই মাকসুদ, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- মহিউদ্দিন স্যার, মীরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিযর শিক্ষক- হোসাইন সবুজ, সামাজিক সংগঠন শান্তিনীড়’র সভাপতি – ইঞ্জিনিয়ার আরশাফ উদ্দিন সোহেল, সেবা আধুনিক হসপিটালের টেকনিশিয়ান- সাদেকুল ইসলাম সোহাগ,দূর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি – হাসান সাইফ উদ্দিন, সৃজন যুব সংঘের সভাপতি- আসিফুল ইসলাম আসিফ, নির্বান যুব সংঘ’র প্রতিষ্ঠাতা- তানভীর আহমেদ, আন্তজার্তিক ইসলামী ইউনিভার্সিটি’র ছাত্র –মোঃ হাসান, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ’র সভাপতি- আলতাফ হোসেন, হিতকরী সাধারন সম্পাদক– ফিরোজ মাহমুদ, আদর্শ বন্ধু ফোরাম প্রতিষ্ঠাতা সভাপতি – দীন মোহাম্মদ, প্রজম্ম মিরসরাই যুগ্ন – সম্পাদক – ইমাম হোসেন, মিরসরাই ট্রিবিউন সম্পাদক জাবেদ ভূঁইয়া, তাইজুল ইসলাম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক – হারুন উর রশীদ, স্বপ্নতরী-৭১’র শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- রুপম ইসলাম এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ এবং উপস্থিত ছিলেন স্বপ্নতরী-৭১ সংগঠনের সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে মিডিয়া পাটনার হিসাবে ছিলেন- মিরসরাই প্রেস ক্লাব ও পজিটিভ মিরসরাই।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত