রমজান আলী, সাতকানিয়া:
ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ)কে অবমাননা করার প্রতিবাদে দক্ষিন চট্টগ্রাম সাতকানিয়া কেরানিহাট হক টাওয়ার চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন, তৌহিদী জানতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ খেলাফত মজলিস।(৩০শে অক্টোবর)শুক্রবার জুমা নামাজের পরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ উপস্থিত হন দক্ষিন চট্টগ্রামে বিভিন্ন উপজেলা থেকে ইসলামপ্রিয় ও তৌহিদী জনতাগণ।
ঐ প্রতিবাদ সমাবেশ আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলার বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওঃ জুবাইর চৌধুরী, সাধারণ সম্পাদক মাওঃ নোমান উদ্দিন,সহ-সভাপতি মাওঃ মুফতি হারুন,মাওঃ মিছবাহ উদ্দিন আল মাদানী, মাওঃ শাহ আলম,হেফাজতের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওঃ মাহামুদুল করিম কাসেমী, খেলাফতের জেলা সাংগাঠনিক সম্পাদক মাওঃ মিছবাহ উদ্দিন, যুব মজলিসের জেলা সভাপতি ইন্জিনিয়ার আমিরুল ওয়াহেদ, সদস্য মুফতি ইদ্রিস, মাওঃ হাবিবুল্লাহ প্রমূখ। এতে বক্তারা বলেন, ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পন্য বর্জন করার আহ্বান জানান। এছাড়া সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের দুতাবাস বন্ধের দাবি জানান।