সোমবার, আগস্ট ১৮, ২০২৫

সন্দ্বীপের কিডনি বিকল হাফেজ সাইফুল এর চিকিৎসার জন্য নগদ অর্থ হস্তান্তর সম্পন্ন

আপডেট:

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রতিনিধি:
“মানবতা-ই মানব ধর্ম” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের সন্তান হাফেজ কিডনি বিকল মোঃ সাইফুলের পাশে দাড়িয়েছে দক্ষিণ সন্দ্বীপ সোস্যাল এক্টিভিস্ট।

সাইফুল দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত রোগে ভুগছে। ডাক্তারের পরামর্শ মতে দুই কিডনি ট্রান্সফার করতে হবে। এর জন্য ব্যায়বহুল অর্থ প্রয়োজন। যা তার পরিবার বহন করতে সক্ষম নয়। ঠিক সে সময়ে তার পাশে দাড়িয়েছে দক্ষিণ সন্দ্বীপ সোস্যাল সামাজিক এক্টিভিস্ট। করোনাকালীন সময়েও তারা মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করে। সে ক্ষেত্রে ভূমিকা রাখে সন্দ্বীপের জনপ্রিয় ফেইসবুক গ্রুপ Sandwip1, প্রথম পাতায় সন্দ্বীপ,দ্বীপ-তরঙ্গ,Our Motherland Sandwip, সহ বিভিন্ন গ্রুপ, সামাজিক সংগঠন।

বিজ্ঞাপন

গতকাল ৭ সেপ্টেম্বর সন্ধা ৭টা শিবেরহাট হোটেল নিউ আলিফের গেস্ট হাউসে আনুষ্ঠানিকভাবে সংগৃহীত নগদ অর্থ হস্তান্তর করা হয়। এসময় দক্ষিণ সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট আব্দুর রহমান ইমনের সন্ঞ্চালনায়, অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও টাকা তুলে দেন সারিকাইত ইউপি চেয়ারম্যান আলহাজ্জ ফখরুল ইসলাম পনির, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন Sandwip 1 গ্রুপের প্রতিনিধি এম এ মেহেরাব খান সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস সুমন কাজী পাড়া ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি কাজী আক্তার হোসেন, সাইফুলের বড় ভাই মোঃ শাহাজান সহ অনেক অনলাইন ও সোস্যাল এক্টিভিস্ট।

উপস্হিত ছিলেন সমাজকর্মী মিজানুর রহমান, দিদারুল আলম, সাইফুল ইসলাম সহ অনলাইন এক্টিভিষ্টরা

বিজ্ঞাপন

এসময় বক্তরা বলেন- করোনাকালীন এসময়ে আমরা চেষ্টা করেছি আমাদের ভাই সাইফুলের চিকিৎসা জন্য সহায্য করতে। আমাদের যতটুকু সম্ভব তা করেছি। বিভিন্ন কারণে আমরা প্রতিবান্ধকতার শিকার হয়েছি,তবুও পিছপা হয়নি। আমরা এভাবে আমি আপনি যে কেউ বড় ধরনের বিপদে পড়ি সকলে পাশে দাড়াঁবো। এতে কারো কু-কথা নিন্দা কানে দিব না। ইনশাল্লাহ্ মানবতার তরে কাজ করে যাব।

আলোচনা শেষে সাইফুলের হাতে ৭লক্ষ ৫৩হাজার ৯শত টাকা প্রদান করেন গ্রুপের এডমিন মডারেটর বৃন্দ।

পরিশেষে হাফেজ সাইফুলের অশ্রুসিক্ত নয়নে সকলের কাছে ক্ষমা এবং বাচাঁর জন্য দোয়া চেয়ে উক্ত আয়োজন সমাপ্তি হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত