ইলিয়াছ সুমন, সন্দীপঃ
বাদশা মিয়া সুকানী ফাউন্ডশনের পৃষ্টপোষকতায় আয়োজিত ৪র্থ তম “চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ২৪ জানুয়ারি রাত ৯ টায় গুপ্তচড়া বাজার মাঠে ১৭ নং মগধরা ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার হোসেন এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি :- হিসাবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্ভোর্ধী চাকমা।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল আলম।উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক জনাব আলাউদ্দীন বেদন। সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান .।
উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন সন্দ্বীপের দুই শক্তিশালী দল বীর মুক্তিযোদ্ধা শামসুল হক কালাপানিয়া বনাব বি বি এস টি আকবর হাট। বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জয় লাভ করে।
খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রিড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল ইসলাম টিটু।
তৃতীয় স্থান জয়লাভ করেন ম্যাক্স ব্রিকস গুপ্তছড়া বাজার। চতুর্থ স্থান আল্লারদান দধিভান্ডার, গুপ্তছড়া বাজার মগধরা সন্দ্বীপ।