সোমবার, আগস্ট ১৮, ২০২৫

সন্দ্বীপ স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে শীত বস্ত্র বিতারণ

আপডেট:

ইলিয়াছ সুমন,সন্দীপ প্রতিনিধি:
সমাজের অসহায়, গরীব শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সন্দ্বীপ স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম।

আজ ৪ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় পূর্ব সারিকাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৬ নং সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকর্মী আলাউদ্দিন আলা, ও সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের বিডিও চেয়ারম্যান আবদুর রহমান ইমন, বক্তব্য রাখেন সন্দ্বীপ জনকল্যাণ সংস্থার সহ সভাপতি মাষ্টার মামুনুর রশিদ, কাজী পাড়া ব্যবসা কল্যাণ সমিতির সভাপতি কাজী আক্তার হোসেন, সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ নাইম, উপস্থিত ছিলেন দৈনিক গনমানুষের আওয়াজ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইয়াসিন আরাফাত, মুক্তিযুদ্বা মঞ্চ সন্দ্বীপ শাখার সহ সভাপতি রিফাত হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত