বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

শোক দিবস উপলক্ষে ইউসামের বৃক্ষরোপন কর্মসূচি

আপডেট:

মিরসরাই প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস স্মরণে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণ কর্মসূচির আহবানে মিরসরাইয়ের সামাজিক ও শিক্ষা মূলক সংগঠন ইউসাম’র উদ্যেগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির সদস্যরা ফল, ফুল, বনজ ও ঔষধি গাছ রোপণ করে। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনা করে।

বিজ্ঞাপন

এসময় বৃক্ষরোপন কর্মসূচি হিসেবে মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়নে বসবাসরত ইউসাম’র সদস্যরা যার যার বাড়ির অঙ্গিনায়, ঘরের ছাদে এবং এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বৃক্ষরোপন করে সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণ করে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত