বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

শাহ অহিদিয়া স্পোর্টস ক্লাবের নতুন জার্সি উন্মোচন

আপডেট:

আব্দুল কাইয়ুম,
চট্টগ্রাম নগরীর কর্ণফুলীতে গতকাল ৫ই মার্চ( সোমবার)সন্ধ্যায় শাহ অহিদিয়া স্পোর্টস ক্লাব আয়োজিত জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ কামরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে ছিলেন কালারপোল ক্রিড়া সংস্থা ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি জনাব এম এ রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোঃ সাইফুল ইসলাম কায়সার

বিজ্ঞাপন

এছাড়া আরো উপস্থিত ছিলেন কালারপোল ক্রিড়া ফুটবল একাডেমির সহ সভাপতি জনাব মোঃ ওয়াসিম সহ উক্ত ক্লাবের টিম ম্যানেজার মোঃ নজরুল ইসলাম ও অত্র ক্লাবের সদস্য, খেলোয়াড় বৃন্দ, ও ক্রীড়া প্রেমী ব্যক্তিবর্গ।

এসময় অনুষ্ঠানে বক্তৃতাকালে বক্তারা বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নাই। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার প্রতি আগ্রহ করতে হবে।

বিজ্ঞাপন

এসময় বক্তারা আরো বলেন, বর্তমানে প্রযুক্তির দখলে শিশু-কিশোরদের সোনালি শৈশব আটকে গেছে।তরুণ প্রজন্মকে বিপথগামীতার হাত থেকে রক্ষা করতে নগরে পর্যাপ্ত মাঠ তৈরি ও খেলাধুলার উপযুক্ত পরিবেশের বিকল্প নেই।

উল্লেখ্য,আয়োজিত অনুষ্ঠানে শাহ অহিদিয়া
ক্লাবের জার্সি স্পনসর করেন শিকলবাহার গর্বিত সন্তান মেরিন ইঞ্জিনিয়ার জনাব আদনান জাকি হিরু।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত