আবদুর রাজ্জাক,
আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার নেতৃবৃন্দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহম্মদ মিয়া ফারুক ও সাধারণ সম্পাদক রকসি সিকদারের হাতে মঙ্গলবার এসব সামগ্রী তুলে দেন উপজেলা আ.লীগ নেতা শহিদুল করিম সেলিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ, সাংবাদিক আবদুর রাজ্জাকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।