রবিবার, আগস্ট ১৭, ২০২৫

লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট:

আব্দুল ওয়াহাব
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া দরিদ্র শিক্ষার্থী কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান গত ২৫ ডিসেম্বর বটতলী মোটর ষ্টেশনস্থ এ.রহমান মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়েছে।এ’উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।

বিজ্ঞাপন

প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সমাজকর্মী আরমান বাবু রুমেল। প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ আবদুল খালেক।উদ্বোধক ছিলেন সৈয়দ মুহাম্মদ মহিউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া সাংবাদিক ফোরাম-এর অর্থ সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর, দপ্তর সম্পাদক এরশাদ আলম, নির্বাহী সদস্য আবদুল ওয়াহাব।

সংগঠনের সাধারণ সম্পাদক এম.এম.আহমদ মনির-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য আরমান হোসেন ও মুহাম্মদ ইউসুফ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত