নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রাম নগরীর অভিজাত খুলশী এলাকাধীন নাসিরাবাদ প্রপার্টিজ এক নম্বর সড়কে নির্মিত হচ্ছে র্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড এর ওপেন স্কাই ট্যারেস এপার্টমেন্ট প্রকল্প ‘পার্ক ট্যারেস’।
রোববার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় খুলশী নাসিরাবাদ প্রপার্টিজের ১ নম্বর সড়কের প্রকল্প এলাকায় ফিতা কেটে এই প্রকল্পের আনুষ্ঠানিক নির্মান কাজ শুরু হয়। র্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ফারুক চৌধুরী এবং সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, ভুমি মালিক ক্যাপ্টেন আনাম, ওয়ার্ড কমিশনার ওয়াসিম উদ্দিন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া কে সাথে নিয়ে প্রকল্পের নির্মান কাজের উদ্বোধন করেন।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাংকস এফসি প্রপার্টজের জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন) বিশ্বজিত চৌধুরী, জিএম (ফিন্যান্স) হানিফ বিল্লাহ, এজিএম (বিজনেস ডেভলপমেন্ট) সঙ্গিতা কর্মকার, এজিএম (সেলস) মো. মহিউদ্দিন। এছাড়া র্যাংকস এফসি প্রপার্টিজের বিভিন্ন বিভিন্ন বিভাগের উধ্বর্তন কর্মর্তারা উপস্থিত ছিলেন।
র্যাংকস এফসি প্রপার্টিজের বিপনন বিভাগের উপ-ব্যবস্থাপক ওয়াজউদ্দিন চৌধুরী মিলন জানান, বিলাসবহুল এই প্রকল্পে প্রতিটি ফ্লোরে থাকছে মাত্র একটি করে ইউনিট বিশালাকার ওপেন টু স্কাই ট্যারেস প্রকল্পটিকে দিয়েছে নিজস্বতা। ভার্টিকেল গ্রীণসহ আধুনিক জীবন যাপনের সব ধরনের সুবিধাদি থাকছে প্রকল্পটিতে।
র্যাংকস এফসি’র বিক্রয় ব্যবস্থাপক রায়হান ইসলাম জানান, প্রকল্পটির নির্মান শুরুর আগেই ৮০ শতাংশ এপার্টমেন্ট বিক্রয় হয়ে গেছে। কেবলমাত্র ৩০৫৮ বর্গফুটের একটি এপার্টমেন্ট বিক্রয়যোগ্য রয়েছে।