রমজানে রোজাদার ও পথচারীদের মাঝে ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রলীগের ইফতার বিতরণ।
বাালাদেশ ছাত্রলীগের নির্দেশনায় রমজানে রোজাদার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রলীগ। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে জঙ্গল ছলিমপুরের বিভিন্ন এলাকায় পথচারী ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করে।
এ সময় ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুস সোবহান সাগর বলেন- “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইফতার পার্টি না করে রোজাদার ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচির আওতায় আজ এ সকল ইফতার প্যাকেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় সারা দেশে এই কর্মসূচি পালিত হচ্ছে।”
তারই ধারাবাহিকতায় আজ বিকেলে প্রায় তিন শতাধিক রোজাদার মানুষের মাঝে রান্না ইফতার সম্মলিত প্যাকেট বিতরণ করা হয়েছে। ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে সব রকম পরিস্থিতিতে আছে এবং থাকবে বলে মন্তব্য করেন ছাত্রলীগের এই তরুন নেতা।
ইফতার বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ১০নং সলিমপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি কাজী গোলাম মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি গাজী সাদেক, সাধারণ সম্পাদক গোলাম গফুর, ১০নং সলিমপুর ইউনিয়ন ১নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান মল্লিক, আরিফ, সবুজ, রিয়াজ, নাজমুল হাসান, আরমান, ইয়াসিন আরাফাত, ইমন, ইয়াসিন আলি, আরমান, নাহিদ,নাঈম সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।