মুহাম্মদ রায়হান আদনান
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
এক যুগেরও বেশী সময় বন্ধ থাকা রামগড়ের পুরনো ঐতিহ্য রামগড় গণ পাঠাগার চালুর উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ।গতকাল বুধবার বেলা ৩ ঘটিকায় পাঠাগারের বন্ধ দরজা খুলে পরিত্যক্ত ভবনটি পরিদর্শন করে দ্রুততম সময়ে চালুর জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন,সুন্দর সমাজ বিনির্মাণে চায় আলোকিত মানুষ। আর জ্ঞানভাণ্ডারে সমৃদ্ধ উন্নত আলোকিত মানুষ গড়তে হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর দিকে উত্তরণের জন্য পাঠাগারের গুরুত্ব অপরিসীম।
১৯৮৩-৮৪ সালে প্রতিষ্ঠিত হয় গণ পাঠাগারটি। চালুর পর থেকে ভালভাবে কার্যক্রম চললেও পরবর্তীতে আবার কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। ইউএনও এর এমন প্রশংসনীয় উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে রামগড় উপজেলাবাসী।