চাইথোয়াইমং মারমা স্টাফ রির্পোটার:
রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিনব্যাপী স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুর্বণ জয়ন্তী উপলক্ষ্যে “স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশের উত্তরনে রাজস্থলীতে উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে।
শনিবার ২৭ মার্চ মকাল ১১.৩০ ঘটিকার দিকে রাজস্থলী উপজেলা হল রুমে ২ দিনব্যাপী এ মেলা উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিকবিদ ও সাংবাদিকবৃন্দ।
২ দিনব্যাপী মেলা উদ্ভোধনকালে প্রধান অতিথি বলেন, ৫০ বছর পূর্তি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের গৌরব এক ঐতিহাসিক ঘটনা।
এ ধারাবাহিক অব্যাহত থাকলে আমরা আরও উন্নত সমৃদ্ধি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব এবং সারা বিশ্বের সুনামের সাথে ছড়িয়ে পড়ছে। উদ্ভোধনের পরপরই অংশগ্রহনকারী বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।
এর আগে উপজেলা প্রশাসন সকল বিভাগীয় কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।