ফাহিম শাহরিয়ার, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রবিবার (১০এপ্রিল) রাঙ্গুনিয়ার ১নং রাজানগর ও ১৩ নং ইসলামপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তথ্য মন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন । প্রতি বছরের ন্যায় এবারও এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার দুই ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে দরিদ্র পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয় এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে।
জানা যায়, মানবসেবার প্রত্যয় নিয়ে গঠিত হয় তথ্য মন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যেক ইউনিয়নে দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ, পড়ালেখার যাবতীয় খরচ, ইফতার সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজ পরিচালনা করে আসছে।
ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল চৌধুরী,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আজাদ,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সাবেক ইউপি সদস্য এরশাদুর রহমান, রাজানগর এনএনকে ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান সবু,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী,উপজেলা ছাত্রলীগেরসাবেক সহ সভাপতি মুবিন চৌধুরী,ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুর নাহার, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচা,ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উদয় তুরী,ইউপি সদস্য বারেক মেম্বার,ইউপি সদস্য মো.সেকান্দর, ইউপি সদস্য মো. এরশাদুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা লিটন,ইউনিয়ন যুবলীগ নেতা মো. জাহেদ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী রাব্বি,ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাহেদ,ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. টারজান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।