রবিবার, আগস্ট ১৭, ২০২৫

রাঙ্গুনিয়ায় অস্ত্র ও ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট:

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া:
রাঙ্গুনিয়ায় অস্ত্র ও ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের ফিরিঙ্গীখীল এলাকা থেকে তাকে ধরা হয়। তার নাম বিকাশ দেওয়ানজি (৩৫)। সে ওই এলাকার দেওয়ানজি বাড়ির অনিল কুমার দেওয়ানজির ছেলে।

শিলক তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহন লাল চন্দ্র বলেন, গ্রেপ্তার বিকাশ দেওয়ানের বিরুদ্ধে ২০১১ সালে চট্টগ্রামের সাতকানিয়া থানায় অস্ত্র ও ডাকাতি মামলায় ৪ বছরের সাজা পরোয়ানা রয়েছে। একই সাথে ২০১৫ সালে চট্টগ্রামের কোতোয়ালী থানায় পুলিশের পোশাক পড়ে ডাকাতি মামলায় গ্রেপ্তার পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন সে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদে খবর পেয়ে মঙ্গলবার রাতে এএসআই বিল্লাহ হোসেন, এএসআই ছাদেক হোসেন ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার জেলহাজতে প্রেরণ করা হবে৷

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত