চাইথোয়াইমং মারমা, স্টাফ রির্পোটার:
রাঙ্গামাটি -বান্দরবান সড়কের বাঙ্গালহালী ইউনিয়নে পাথর বোঝা ট্রাক উল্টে বেইলীব্রীজে ভেঙে চার জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান বৃহস্পতি বার সকালে ৭ টার দিকে রাঙ্গামাটি থেকে পাথর ভোজায় ওভারলোডিং করা একটি ট্রাক বেইলীব্রীজে উঠলে বিকট শব্দে ব্রীজ ভেঙে পড়ে যায়।
এ সময় সেনবাহিনীর সদস্য রা তাৎক্ষণিক একজন কে উদ্ধার করে রাঙ্গুনিয়া সারজা হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। উল্লেখ্য গাড়ি নাম্বার চট্টমেট্রো-শ ১১-২৬৯৯। বিশেষ সুত্রে জানা যায় ঠিকাদার কোম্পানী মালিক মের্সাস মঞ্জুরুল আলম চট্টগ্রাম ঠিকানা বলে পরিচয়।
ঘটনাস্থলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেঞমং মারমা,ইউপি সদস্য নজরুল ইসলাম, বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মসলেহ উদ্দীন, রাঙ্গামাটি সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম,ও বাঙ্গালহালিয়া পুলিশ ফারির অফিস ইনচার্জ কামরুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।
বেলিব্রীজ ভেঙে যাওয়ার ফলে বর্তমানে রাঙ্গামাটি বান্দরবান সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মসলে উদ্দীন জানান, আমরা তাৎক্ষনিক ভাবে রাঙ্গামাটি -বান্দরবান সড়ক দ্রুত বিকল্প সড়কের মাধ্যমে সড়ক যোগাযোগ শুরু করতে পারি। ঘটনার পর পর বিকল্প রাস্তার কাজ শুরু হয়েছে।