বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

রাংগামাটিতে রডবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক আহত

আপডেট:

চাইথোয়াইমং মারমা, স্টাফ রির্পোটারঃ
রাংগামাটি মানিকছড়িতে রডবাহী ট্রাক উল্টে গিয়ে চালক সামান্য আহত হয়েছে।

রোববার ৪ এপ্রিল সকালে চট্রগ্রাম থেকে রড নিয়ে রাঙামাটি উদেশ্য আসার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন উচু ঢাল পাহাড় হতে উপরে উঠার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা বাম পাশে উল্টে যায়।

বিজ্ঞাপন

এসময় গাড়িতে থাকা চালক সামনের গ্লাস ভেঙ্গে বেরিয়ে আসলেও হাত সামান্য কেটে যায়। পরে প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকরা দ্রুত তাকে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরন করেন।

আহত চালক পরিচয় রাঙ্গুনিয়ার জাহাঙ্গীর আলম(৩০)।ট্রাক নং-ঢাকা মেট্রো ট-১১-১২২৮। সুত্রে জানা যায় গাড়িটি ওভার লোড মালবাহন ছিল বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত