বুধবার, আগস্ট ১৩, ২০২৫

রাংগামাটি জেলাতে হানা অবশেষে ৪ জনের দেহে করোনা সনাক্ত

আপডেট:

রাজস্থলী, রাংগামাটি প্রতিনিধি:
রাংগামাটি জেলাতে অবশেষে হানা পৌর শহর এলাকাতে প্রথম বারে মত কোভিড-১৯ চার জন দেহে করোনা সনাক্ত।( ৬ ইং মে ২০২০) তারিখে চট্রগ্রাম এ্যানিমেল ভেটেনারী সাইয়েন্স বিশ্ব বিদ্যালয় পরীক্ষানাগার হতে ৪জন রোগী দেহে পজিটিভ রির্পোট এসেছে নিশ্চিত করেন রাংগামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা চাকমা। এতে, ৪ জন রোগী সবাই পৌর এলাকা স্থানীয় বাসিন্দা বলে জানা যায়। সুত্র জানা যায়, ১ জন রিজার্ব বাজার পাথর ঘাটা ১ জন দেবাষীষ নগর, ২ জন রাংগামাটি সদর হাসপাতাল এলাকা। এদের প্রত্যাকের বাড়িতে লংক ডাউন দেয়া হয়েছে যার যার বাড়িতে থেকে চিকিৎসায় চলছে বলে বিশেষ সুত্রে জানা যায়।

করোনা সনাক্ত চার জনের মধ্যে ৩ জন পুরুষ ১ জন মহিলা রয়েছে ১ জন ৯ মাস শিশু ও ১ জন ৫০ বছর বয়সী রয়েছে।

বিজ্ঞাপন

সিভিল সার্জন প ক্ষে জানা যায়, ২৯ ইং এপ্রিল আমরা নোভিড ১৯ পরীক্ষায় জন্য তাদের দেহে কাছ হতে নমুনা সংগ্রহ করে চট্রগ্রাম এ্যানিমেল ভেটেনারী সাইয়েন্স বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা নাগারে প্রেরন করেন।
কত কল্পনা জল্পনা মধ্যে এখন রাংগামাটি জেলা সহ ৬৪ টি জেলায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই সকলে সামজিক দুর ত্ব বজায় রেখে চলাফেরা করা জরুরী হয়ে পড়ে। এব্যাপারে জেলা বাইরে অবস্থানরত প্রবাসীসহ লোকদের এলাকা প্রবেশ করলে তাদেরকে চিহৃিত করে কোয়ারটেন রাখা সংশ্লিষ্ট প্রশাসন রা জরুরী ভাবে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা। এক প্রবীন নাম প্রকাশ অনিচ্ছুক গনমাধ্যম কে জানান, আমরা সচেতনতা অভাব এবং কেউ কেউ লংক ডাউন মেনে চলতে অপারগ বা মেনে চলে না। এব্যপারে সকলে সচেতন হওয়া জরুরী হয়ে পড়ে না হয় নোভিড-১৯ প্রাদুর্ভাব পুরো জেলায় এলাকা জুড়ে আক্রান্ত মহামারী ধারন করতে পারে। ঘরে থাকুন সুস্থতা নিরাপদে থাকুন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত