শনিবার, আগস্ট ১৬, ২০২৫

রঙিখালীতে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন

আপডেট:

মোহাম্মদ আব্দুল্লাহ, জসিম উদ্দিন:
রঙিখালী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল সফল ভাবে সম্পন্ন

০২-০১-২০২০ইং বৃহস্পতিবার বিকাল ৩ঘটিকা হতে রঙ্গীখালী কেন্দ্রীয় ইদগাহ মাঠে আল কোরআনের তেলাওয়াত ইসলামী সংগীতের মুখরিত আওয়াজে ভরে উটে হাজারো মুসলমানদের ভীড়।

বিজ্ঞাপন

উক্ত তাফসিরুল কোরআন মাহফিল রঙ্গিখালী সমাজ কল্যাণ পরিষদের সদস্যদের পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন রঙিখালী দারুল উলুম কামিল( মাস্টার্স ) মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক চকরিয়া শাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও সেক্রেটারী জাতীয় মুফাসির পরিষদ কক্সবাজার জেলা জনাব অধ্যাপক মাওলানা শফিউল হক জিহাদী।বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন রঙিখালী দারুল উলুম কামিল (মাস্টার্স ) মাদ্রাসার সহকারী মাওলানা আতাউল হক বিন মুসা। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা আবু সাঈদ সাহেব, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা হাফেজ উদ্দিন আল কাদেরী। এতে সভাপতিত্ব করেন রঙিখালী দারুল উলুম কামিল (মাস্টার্স ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শফিকুর রহমান সাহেব।

এই সময় উপস্থিত ছিলেন রঙিখালী দারুল উলুম কামিল ( মাস্টার্স ) মাদ্রাসার রসায়ন বিভাগের প্রভাষক মুমিনুর রহমান,রঙিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব নুরুল আলম আজাদ, রঙিখালী খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসার সহকারী মাওলানা ফরিদুল হক জিহাদী, হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন মায়াজ, জুহুর আলম, হেলাল উদ্দিন নুরুল মোস্তাফা সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

বিজ্ঞাপন

উক্ত মাহফিল রঙিখালী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে করা হয়েছে এতে সদস্যদের মধ্যে আবছার মাহমুদ, জসিম উদ্দিন জিসান, মোহাম্মদ আব্দুল্লাহ, হামিদ হোছাইন, হারুন অর রশিদ, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, সোহেল রানা, জলাল উদ্দিন, তোফাইল উদ্দিন, আব্দু রহিম, জয়নাল আবেদীন, কামরুল ইসলাম, আনোয়ার হোছাইন, মোহাম্মদ ঈসা, নুর মোহাম্মদ সহ সকলের কষ্টের বিনিময়ে রঙিখালী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল সম্পূর্ণ করা হয়েছে।এতে যারা আর্থিক ও সার্বিকভাবে সহযোগীতা করেছেন সকলকে রঙ্গীখালী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত