মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

রঙিখালী ড. গাজী কামরুল ইসলাম বৃত্তি পরীক্ষার তারিখ নির্ধারণ

আপডেট:

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলা ভিত্তিক ‘রঙিখালীর ড. গাজী কামরুল ইসলাম বৃত্তি পরীক্ষা’র তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত মতে ২০১৯ সালের ড. গাজী কামরুল ইসলাম বৃত্তি পরীক্ষা আগামী ২২শে ডিসেম্বর রঙিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা কামাল হোছাইন ও সদস্য সচিব কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে টেকনাফ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষার সিলেবাস ও ফরম বিতরণের কাজ শুরু করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বৃত্তি ফরম পূরন করা যাবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অরাজনৈতিক ছাত্র সংগঠন “রঙিখালী স্টুডেন্টস ফোরাম” ২০১৬ থেকে ৪র্থ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রকল্প শুরু করেছে। প্রতি বছরের ন্যায় এবারো মাদ্রাসা ও স্কুল উভয় বিভাগ থেকে সর্বমোট ৬০ জনকে বৃত্তি প্রদান করা হবে।

যোগাযোগঃ-
কামাল উদ্দিন ( 01815-01223 )
সভাপতি,রঙিখালী স্টুডেন্ট ফোরাম
হ্নীলা,টেকনাফ, কক্সবাজার।

বিজ্ঞাপন

সাখাওয়াত হোছাইন( 01875-064643 )
সাঃ সম্পাদক,রঙিখালী স্টুডেন্ট ফোরাম
হ্নীলা,টেকনাফ, কক্সবাজার।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত