শনিবার, আগস্ট ১৬, ২০২৫

মিরসরাই’এ আওয়ামালীগ নেতার উদ্যোগে ১২’শ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট:


মিরসরাই প্রতিনিধিঃ 
মহামারি করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন শ্রমজীবি ও অসহায় প্রায় ১২শ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হোসেন।

উপজেলার করেরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এর আগে তিনি মাস্ক, সাবান ও নগদ অর্থ বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, আলু, পেয়াঁজ ও তেল। কামরুল হোসেন হোসেন, এমন দূর্যোগ মহুর্তে অসহায় মানুষদের পাশে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে করেরহাট ইউনিয়নের প্রায় ১২শ দুস্থ মানুষের এসব খাদ্য বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত