বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

মারমা ওয়াগ্যাই প্রবারণা পূর্ণিমা তিথিতে বুদ্ধ মূর্তিকে স্নান

আপডেট:

স্টাফ রির্পোটার:
৩১ ইং অক্টোবর ২০২০ বৌদ্ধ ধর্মের তথা মারমা সম্প্রদায়ের ওয়াগ্যাই বা প্রবারণা পূর্ণিমা তিথিতে বিকাল ৩টায় রাজস্থলী উপজেলায় বাংগালহালিয়া হেডম্যান পাড়া ঐতিহ্য কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে উদ্যােগে এতে, এলাকায় দায়ক দায়িকা ছোট বড়সহ সকলে মিলে বুদ্ধ মূর্তিকে কে স্নান করা হয়েছে।

এখানে আরো উপস্থিত বিহার কমিটি সেক্রেটারি সচিব উচিংমং চৌধুরী সহ ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা,হেডম্যান প্রতিনিধি মংচিং চৌধুরী এবং এলাকায় স্থানীয়বৃন্দ। আজকের দিনে বৌদ্ধ ধর্মের মারমা সম্প্রদায় দের প্রবারণা পূর্ণিমা এই তিথিতে ১ম পর্যায় বুদ্ধ স্নান করা মানে বড় পবিত্র দিন ও জীবনে সুখী শান্তিময় ভাবে পরিবার বিপদ আপদ হতে মুক্তি পেতে পারে। তাই এই দিনে মারমা সম্প্রদায়ের গুরুত্ব পূর্ণ হিসেবে বেছে নেয়,প্রতিবছর এভাবে পালন করে থাকে।

বিজ্ঞাপন

বৌদ্ধ ধর্মের অনুযায়ী ৩মাস বর্ষবাস আজকের শেষ দিন পরিনত হয়েছে। কেউ কেউ তিন মাস মাছ মাংস, বিভিন্ন দ্রব্যদি না খেয়ে বর্জন বা পরিত্যাগ করে থাকে। এভাবে সবাই বজায় নিয়মনিতী অনুসরন ও পালন করতে পারলে কর্মের জীবনে সুফল পাওয়া যায়। গৌতম বুদ্ধ বলেছেন, ত্যাগে প্রকৃত মহা সু্খ এটা বাস্তব। যারা ইচ্ছাকৃত মন থেকে সব বর্জন করতে পারে, এরা জীবনে অনেক অর্জন ও লাভবান হবে। সন্ধ্যা বেলায় প্রদীপ প্রজ্জলন, পঞ্চশীল, অস্টশীল প্রার্থণা পর ফানুস উড়ানো হবে। জগতে সকল প্রাণী সুখী হউক।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত