শনিবার, আগস্ট ১৬, ২০২৫

মামলার তদন্ত হবে আন্তর্জাতিক মানের, চট্টগ্রামে পিবিআই প্রধান!

আপডেট:

মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম:
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার বলেছেন, পিবিআইয়ের প্রতিটি মামলার তদন্ত হবে আন্তর্জাতিক মানের।

গত বুধ ও বৃহস্পতিবার পিবিআই চট্টগ্রাম মেট্রো ও জেলা ইউনিট পরিদর্শন শেষে কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন। বনজ কুমার মজুমদার বলেন, প্রতিটি মামলায় ঘটনার পেছনের ঘটনা উঠে আসবে, যাতে মানুষ ন্যায়বিচার পান।

বিজ্ঞাপন

ঘটনার রহস্য উদ্ঘাটনে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এই পুলিশ কর্মকর্তা। পিবিআইকে সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত