বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

মহাষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা

আপডেট:

এস.এইচ.জুনাঈদী,বোয়ালখালী:
আজ শুক্রবার মহাষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। আগামী মঙ্গলবার ৮ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বী এই শারদোৎসব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে বোয়ালখালীতে উৎসবের আনন্দ বিরাজ করছে। দুর্গাপূজাকে আনন্দমুখর করে তুলতে বোয়ালখালী জুড়ে পূজামন্ডপগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বোয়ালখালীর পূজামন্ডপগুলোতে দুর্গা দেবীর বোধন অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে এই বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভঙ্গের জন্য বোয়ালখালীর ঐতিহ্যবাহী মেধস মুনির মন্দির সহ সকল মন্দিরে বন্দনা পূজা করা হয়। এবার বোয়ালখালীতে ১১৭টি পূজামন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
পূরাণ মতে, রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসন্তে তিনি পূজার আয়োজন করায় দেবীর এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়। কিন্তু রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে লংকা যাত্রার আগে শ্রী রামচন্দ্র দেবীর পূজার আয়োজন করেছিলেন শরৎকালের অমাবস্যা তিথিতে, যা শারদীয় দুর্গোৎসব নামে পরিচিত। দেবীর শরৎকালের পূজাকে এজন্যই হিন্দুমতে অকাল বোধনও বলা হয়।

বিজ্ঞাপন

দুর্গোৎসব উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ও ভাইস চেয়ারম্যান এস.এম.সেলিম পৃথক পৃথক বাণীতে বোয়ালখালীবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) নেয়ামত উল্লাহ পিপিএম জানান, বোয়ালখালী প্রতিটি পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, গ্রাম্য পুলিশ সহ প্রতিটি মন্ডপে তিন স্তরের নিরাপত্তা থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত