শনিবার, আগস্ট ১৬, ২০২৫

ভারতকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট:

খেলাধুলা ডেস্কঃ
প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা চিনিয়ে এনেছে টাইগাররা। চমকে উঠছেন? হ্যাঁ ঠিকই শুনছেন, রবিবার দক্ষিণ আফ্রিকার পচেমস্ট্রমে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশকে প্রথম বিশ্ব জয়ের স্বাদ এনে দিলেন ইমন-আকবররা।

১৭৮ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পায় বাংলাদেশ। পারভেজ হোসাইন ইমনের সঙ্গে ৫০ রানের জুটি গড়া তানজিদ হাসান ফিরে যাওয়ার পর ধ্বসে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন-আপ। বিনা উইকেটে ৫০ থেকে ৭১ রানে নেই পাঁচ ব্যাটসম্যান। ততক্ষনে হ্যামিস্ট্রিং ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়েন দলকে টানতে থাকা ইমনও।

বিজ্ঞাপন

তখনই দলের হাল ধরেন অধিনায়ক আকবর আলী। দলের ষষ্ঠ উইকেট পতনের পর আবারো হাতে ব্যাট তুলে নেন আহত ইমন। তাদের যে এই বিশ্বকাপটা নিয়েই ঘরে ফিরতে হবে। সেই প্রত্যয়ে লড়তে থাকা ইমন দলকে জয়ের খুব কাছেই নিয়েই ফেরেন। শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক আকবর।

এর আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগার যুবাদের বোলিং তোপে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় ভারতীয়রা। পরে এই রান টপকে জয় চিনিয়ে আনে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত