এম.মোবারক হোসাইনঃ
এক পা দু’পা করে সফলতার ১৩ বছরে পদার্পণ করল জাগো ফাউন্ডেশন। প্রচেষ্টা, অর্জন আর গৌরবের এই যাত্রাটা শুরু হয়েছিল ২০০৭ সালে ছোট্ট একটি কক্ষে মাত্র ১৭ জন শিক্ষার্থীকে নিয়ে। আর এই দুঃসাহসিক পথযাত্রা শুরু করেছিলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ। দেশের সুবিধাবঞ্চিত শিশুদেরকে বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার সুযোগ সৃষ্টি করে দেওয়ার মাধ্যমে, দারিদ্র ও অশিক্ষা দূর করে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী জাতিতে রূপান্তর করতে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন তিনি । সামাজিক দায়বদ্ধতা থেকে জাগো ফাউন্ডেশন এবং ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ দীর্ঘদিন ধরে জনসচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে।
কাজের গতিশীলতা আরো বৃদ্ধি করতে প্রতি বছরের ন্যায় এই বছরও আগামি এক বছরের জন্য ৪১টি জেলার নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করেছে ভিবিডি জাতীয় বোর্ড। প্রতিটি জেলায় সাতটি পদের জন্য দ্বায়িত্বশীল নির্বাচন করেছেন জেলা ভিত্তিক কমিটির সদস্যরা। চট্টগ্রাম জেলায় এই নির্বাচনের মাধ্যমে ১৭তম বোর্ড নির্বাচিত হয়েছে।
চট্টগ্রামের সাতজন নির্বাচিত দ্বায়িত্বশীলের মধ্যে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুৃহাম্মদ মুদ্দাসির হোসেন, সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সামিয়া হক, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুজয় বড়ুয়া, ট্রেজার পদে নির্বাচিত হয়েছেন ইবতিদ ইয়াছির জিনান,প্রজেক্ট অফিসার পদে নির্বাচিত হয়েছেন কিশোয়ার নাজ সুজনা,পাবলিক রিলেশনস অফিসার পদে নির্বাচিত হয়েছেন মায়েশা ইসলাম,হিউম্যান রিসার্চ অফিসার পদে নির্বাচিত হয়েছেন মুৃহাম্মদ রাজু ইসলাম।
চট্টগ্রাম জেলায় নতুন নির্বাচিত সভাপতি মুৃহাম্মদ মুদ্দাসির হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে জাগো ফাউন্ডেশন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ দীর্ঘদিন ধরে জনসচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে। আমি দীর্ঘদিন ধরে তাদের সাথে একজন স্বেচ্ছাসেবী হয়ে দেশকে ভালোবেসে দেশের মানুষেদেরকে ভালোবেসে কাজ করে আসছি। আমি ভলান্টিয়ার ফর বাংলাদেশে যুক্ত হওয়ার পর থেকে চট্টগ্রাম জেলার প্রতিটি ইভেন্ট সফলতার সাথে সম্পন্ন করেছি। ভলান্টিয়ার ফর বাংলাদেশের কমিটি, জাতীয় বোর্ডের পরিচালক, সদস্য ও জেলা কমিটি মেম্বার সহ যারা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরর পাশাপাশি আগামি প্রতিটি ইভেন্ট যেন সফলতার সাথে সম্পন্ন করতে পারি সেই সহযোগীতা কামনা করছি। সর্বোপরি জেনারেল মেম্বার, আইআর,কমিটি মেম্বার সহ সকলের মঙ্গল কামনা করছি।