বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
বোয়ালখালীতে আগামীকাল সোমবার ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া শুরু হবে। বোয়ালখালীর দুইটি কেন্দ্রে ১৫টি বুথে এই টিকাদান কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.জিল্লুর রহমান বলেন, সোমবার ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া শুরু হবে। প্রথমে উপজেলা মিলনায়তন ও গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ১৫ বুথে এবং পরে পর্যায়ক্রমে ৪টি কেন্দ্রে এই টিকাদান করা হবে। খুব দ্রুতই বোয়ালখালীর ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকা দেওয়া হবে।
ডা. জিল্লুর রহমান আরও জানান, ১২-১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়।
প্রথম দিনে ৬৩২২ জন শিক্ষার্থী টিকা পাবে। পর্যায়ক্রমে বোয়ালখালীর ২৩ হাজার ৩২২ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার পাশাপাশি দেশের সাধারণ মানুষদের জন্য টিকাদান কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।