মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু!

আপডেট:

নিজস্ব প্রতিনিধি:
বোয়ালখালী পূর্ব গোমদন্ডী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল হাসান ইমন নামে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিউল হাসান ইমন পৌরসভা ৪নং ওয়ার্ড মুজাহিদ চৌধুরী পাড়ার ইউসুফ চেয়ারম্যান বাড়ী মোহাম্মদ লোকমানের ছোট ছেলে।
রবিবার বেলা সাড়ে ১টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, দুপুরে লুকোচুরি খেলা খেলতে গিয়ে ফ্রিজের পিছনে লুকাতে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হন ইমন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত