চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
নেহার সাথে রোহনের পরিচয় এক মিউজিক ভিডিও শুটিং-এ। সেখান থেকে প্রেম শুরু পরে একে অপরের সিদ্ধান্তে ব্যপক ধুমধামের মধ্যে দিয়ে তাদের বিয়ে হয়৷
গায়ক রোহনপ্রীতের সাথে বিয়ের দুই মাস ও হয়নি এর ভেতর মা হতে চলেছেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা নেহা কক্কর।
আজ নিজের ভেরিফাইড ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেবি বাম্পের ছবি পোস্ট করে ভক্তদের মা হওয়ার খবর দিলেন তিনি নিজেই।ছবিতে বেশ উচ্ছ্বসিত অবস্থায় দেখা যাচ্ছে নেহাকে।
ছবিতে দেখা যাচ্ছে রোহন নেহাকে জড়িয়ে ধরে আছেন। আর সেই ছবির ক্যাপশনে নেহা লিখেছেন ‘খেয়াল রেখো’। সেই ক্যাপশনের উত্তরে রোহন লিখেছেন ‘এখন তো আগের চেয়ে বেশিই খেয়াল রাখতে হবে’।এছাড়া ছবিতে নেহার বেবি বাম্পের আকৃতিও বোঝা যাচ্ছে স্পষ্টভাবে।
এদিকে নেহার ভেরিফাইড ইন্সটাগ্রাম আইডিতে ছবিটি পোস্ট করার পরপরই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই নবদম্পতি।