বিনোদন ডেস্ক,
শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার বিবাহ বিচ্ছেদ। বিয়ের ঠিক ১ বছর ৯ মাসের মাথায় এসে বৈবাহিক জীবনের ইতি টানলেন তারকা খ্যাত এই অভিনেত্রী।গতকাল সন্ধ্যার দিকে শবনম ফারিয়া তার ফেসবুক প্রোফাইলে একটা লম্বা স্ট্যাটাস এর মাধ্যমে ভক্তদের উদ্দেশ্য তার বিবাহ বিচ্ছেদের কথা জানান।
এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় বিচ্ছেদ নিয়ে তীব্র সমালোচনা। এ সমালোচনায় ক্ষুব্ধ শবনম ফারিয়া,ক্ষুব্ধ হয়ে তিনি তার ফেসবুক প্রোফাইলে আর একটি স্ট্যাটাসে বলেন,তার মানে কি দাঁড়ালো, মানুষ ব্লেইম গেইম, গালি-গালাজ, মানুষকে ছোট করা পছন্দ করে!
বিচ্ছেদ কেন সুন্দর হবে!!!
কেন বলবে আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবে!!!
যেই মানুষটা গত ৫ বছর ধরে আমার জীবনের সাথে পত্যক্ষ/ পরোক্ষ ভাবে জরিয়ে ছিল, এতো এতো স্মৃতি যা চাইলেই মোছা যাবে না তাকে কিভাবে ছোট করি?
অবশ্যই মানুষটার সাথে আমার যথেস্ট কারন না থাকলে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না , কাউকে অসন্মান করে যেমন কেউ বড় হতে পারে না তেমনি আমাদের কাছের সবাই ও পরিবার জানে কেন এই সিদ্ধান্তে আসা!
তার বাইরে কাউকে কোন ধরনের এক্সপেনেশন দেয়ার কোন দরকারই নাই !
Infact আমরা চাইও নাই কাউকে জানাতে, কিন্তু ভুয়া “একি করলেন শবনম ফারিয়া” নিউজ না দেখার জন্যে আমারা জানাতে বাধ্য হই!
সুতরাং প্লিজ মাথায় নেন, শেষটাও সুন্দর হতে পারে ,
শেষটাও সন্মান দিয়ে , ভালবাসার সাথে শেষ হতে পারে!
আমার কস্ট/আমার অভিমান সব আমার কাছেই থাক!
এবং মনে রাখবেন, কাউকে ছোট করা আল্লাহ্ কখনোই পছন্দ করেন না!