বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বারশত ইউনিয়ন পরিষদের উদ্যোগে আনোয়ারা ব্লাড ডোনেটের ব্লাড ক্যাম্পিং সম্পন্ন

আপডেট:

মহিউদ্দীন মনজুর : আনোয়ারা:
ধারাবাহিক রক্তের গ্রুপ নির্ণয়ের অংশ হিসেবে’২নং বরশত ইউনিয়ন পরিষদের আয়োজনে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের ১৭ তম ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

(৪) জুন শুক্রবার সকাল থেকে বিকেল ০৫ টা পর্যন্ত বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

বিজ্ঞাপন

এতে প্রায় ১৪৫৫ জন বিভিন্ন বয়সের মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে করা হয় বলে জানান আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের প্রধান প্রকৌশলী ছলিম আল আনোয়ার।

ক্যাম্পেইনস্থলে সার্বক্ষনিক উপস্থিত থেকে ক্যাম্পেইন তদারকি করেন বারশত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ,২নং বারশত ইউনিয়ন ওয়ার্ডের ইউপি সদস্য ডাক্তার বিপ্লব মেম্বার,মোঃ ইসমাইল মেম্বার।

বিজ্ঞাপন

এতে আরও উপস্থিত ছিলেন জামশেদুল আলম,আরিফ হোসেন,মেহেদি হাসান,মোঃ মিজানুর রহমান,মোঃ মিজান (বোয়ালিয়া),ইফতেহার হিরু, ইশতিয়াক,ইকবাল হোসেন রিটন,মোঃ সাকিব,শোয়াইবুল ইসলাম,মিজবাহ উদ্দিন, শাহাদাত হোসেন সোহেল, আনোয়ার হোসেন,শাহাব উদ্দিন,মোঃ হুমায়ুন, মোঃ নাসির খাঁন,মিজানুর রহমান অভি,এস এম সারিয়াত,মোঃ সাহাব উদ্দীন মোঃ হেলাল উদ্দীন,তারেক মিয়া,মোঃ আরাফাত,মোঃ শাহাব উদ্দীন মুনিরী ,মোঃ সাইফুদ্দিন বাবলু,মোঃ মোকতার হোসাইন জান্নাতুল মাওয়া রিমা, হালিমা আকতার,শিরিন ফাতেমা,উর্মি সুলতানা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত