শনিবার, আগস্ট ১৬, ২০২৫

বাঁশখালীতে ৯ হাজার ২’শ পিস ইয়াবাসহ আটক ৮ জন!

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আট আসামিকে আটক করেছে পুলিশ।
২৪ নভেম্বর(বুধবার)উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন ইয়াবা পাচারকারী সহ আট জনকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।এসময় আটক ইয়াবা ট্যাবলেট পাচারকারীদের কাছ থেকে ৯ হাজার, ২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

আটকরা হলেন,কক্সবাজারের টেকনাফ থানার হীলা নোয়াপাড়ার ৯ নং ওয়ার্ড এলাকার মোঃ শফির ছেলে আব্দুর রহিম(২১),একই জেলার টোকনাফ থানার মেছনী নয়াপাড়া ৮ নং ওয়ার্ড এলাকার মোহাম্মদ সেলিম এর স্ত্রী মনোয়ারা বেগম(২৮),বাঁশখালী থানার বাহারচড়া ইউপি’র ৭ নং ওয়ার্ড এলাকার মোজাহের মিয়ার পুত্র নুরুল আবছার(২১), কক্সবাজারের টেকনাফ থানার হীলা পাড়া ৯ নং ওয়ার্ডের আলী আহমদের স্ত্রী বানু বিবি(৪০),চকরিয়া থানার কেটখালীর নতুন পাড়া ৯ নং ওয়ার্ডের মুহাম্মদ ইয়াছিন এর পুত্র রশিদুল্লাহ(২৮), টেকনাফ থানার কুলা পাড়া ৬ নং ওয়ার্ডের আব্দুস সালামের স্ত্রী রহিমা খাতুন।

বিজ্ঞাপন

এছাড়া নিয়মিত মামলার আসামি বাঁশখালী উপজেলাধীন পুর্ব চাম্বল মৃত্যু দেলোয়ার হোসেন এর পুত্র মনোয়ার হোসেন বাবুল এবং থানা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বাঁশখালী উত্তর জলদীর আব্দুল মাবুদের পুত্র নাছির উদ্দীনকে আটক করা হয়।

এব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন,থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ৯ হাজার,২ শ পিস ইয়াবা ট্যাবলেট সহ আট জনকে আটক করেছে পুলিশ।আটকদের মধ্যে নিয়মিত ও ওয়ারেন্টভূক্ত আসামি আছে দুইজন।আটকদের বিজ্ঞ-আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত