সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বাঁশখালীতে জাফরুল ইসলাম চৌধুরীর মায়ের ১ম মৃত্যু বার্ষিকী উদযাপিত

আপডেট:

মুহাম্মদ দিদার হোসাইন,
বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর মায়ের ১ম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে ফাতেহা, খতমে কুরআন ও মিলাদ মাহফিল ১৪ ডিসেম্বর(সোমবার)বাদে আছর  উপজেলাধীন গুনাগরীস্থ নিজে বাসভবনে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মুহাম্মদ মিশকাতুল ইসলাম চৌধুরী (বাপ্পা), চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান, ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা ফোরকান, সিনিয়র যগ্ন আহবায়ক আব্দুল করিম, যুগ্ম আহবায়ক মাওলানা ইলিয়াস, সদস্য সচিব মাওলানা মাহফুজ আনিস, বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দিন, বাঁশখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী মুহাম্মদ ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পদপ্রার্থী এনামুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী হেফাজ উদ্দিন, পৌরসভা বিএনপি নেতা আলী রিয়াজ খান, ছনুয়া ইউনিয়ন বিএনপি নেতা তোফাইল আহমদসহ  বিএনপি, ছাত্রদল, ওলামাদলের,যুবদল, সেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ শেষে মোনাজাত পরিচালনা মাওলানা মুহাম্মদ মোবারক হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত