সোমবার, আগস্ট ১৮, ২০২৫

বাঁশখালী উপজেলায় আট হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

আপডেট:

বাঁশখালী উপজেলায় আট হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালী প্রতিনিধিঃ

বিজ্ঞাপন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২০ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে বাঁশখালীর শেখেরখীল ইউনিয়ন রাস্তার মাথা থেকে একজন পুরুষ ও একজন মহিলা কে আট হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই নাজমুল ও এস আই ফারুক এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় বলে জানা যায়।

জানা যায় রামুতানাধীন দক্ষিণ মিঠাছড়ির খন্দকার পাডার আব্দুর রহমানের পুত্র মোজাহের আলম ৪৫ এবং গ্রেফতারকৃত আপর ব্যক্তি হচ্ছে টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভার পুরান কল্যাণ পাডার মৃত জাফর আহমেদের স্ত্রী রাশেদা বেগম।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার এ প্রতিনিধিকে মুঠোফোনে জানাই আজকে গোপন সংবাদের ভিত্তিতে শেখেরখীল রাস্তার মাথা থেকে আট হাজার পিস ইয়াবাসহ একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করা হয়। কালকে তাদেরকে কোর্টে সোপর্দ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত