নিজস্ব প্রতিবেদক :
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম,
(আমি মোহাম্মদ সালাহ উদ্দিন ), আপনাদেরই দেওয়া আমানত নিয়ে ছাত্ররাজনীতির প্রতিনিধিত্ব করছি। সুখ,দুঃখের সারথি হিসেবে আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব (ইনশাআল্লাহ)
আজকের এই ক্ষুদে বার্তার মাধ্যমে আপনাদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি–
সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারিভাবে সাধারণ ছুটি, লকডাউন, বিভিন্ন ধরনের দোকানপাট বন্ধ ঘোষণা করেছে ইতিমধ্যে। আমাদের সকলেরই উচিত এই ক্রান্তিলগ্নে পরিবার,সমাজ,দেশের স্বার্থে সামাজিক দূরত্ব রাখা, ও গণপরিবহন এড়িয়ে চলা। ৩০মিনিট পর পর জীবানুনাশক হ্যান্ডওয়াশ,লাইফবয়, ডেটল সাবান দিয়ে অন্তত ২০সেকেন্ড হাত ধৌত করা। সর্বোপরি সচেতনতাই পারে আমাদের করোনা ভাইরাস প্রতিরোধ করতে।
এবং
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা মসজিদ,ঘরে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ,কুরআন, দরূদ সালামের মাধ্যমে মহান রাব্বুল আলামীনের দরবারে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করুন। মহান রাব্বুল আলামীন যেন আমাদের ক্ষমা করে দেন৷
ও
যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, আপনারা সবাই মন্দির,প্যাগোডাতে ও বাড়ীতে অবস্থান করে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদের রক্ষা করেন।
সম্মানিত ভাই ও বোনেরা,
মহামারী করোনা ভাইরাসে নিজেকে, পরিবারকে ও জাতিকে সুরক্ষিত রাখবো। বাড়িতেই থাকব। জরুরি না হলে বাইরে যাব না। স্কুল বন্ধ থাকলেও শিশুদের পড়াশোনার যত্ন নিব।
ধন্যবাদান্তে-
মোহাম্মদ সালাহ উদ্দিন
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)
বাংলাদেশ ছাত্রলীগ,
হ্নীলা ইউনিয়ন শাখা।
ও
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ
জমিরিয়া আলিম মাদ্রাসা শাখা।