শনিবার, আগস্ট ১৬, ২০২৫

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল গোল্ডকাপে সারোয়াতলী ইউনিয়ন পরিষদকে হারিয়ে পৌরসভা চ্যাম্পিয়ন

আপডেট:

বোয়ালখালী প্রতিনিধি,
বোয়ালখালী আয়োজিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ বালক (অনুর্ধ্ব-১৭)-২০১৯ এর ফাইনাল খেলায় সারোয়াতলী ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে বোয়ালখালী পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

১৫ সেপ্টেম্বর রোববার বিকেলে কধুরখীল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে সারোয়াতলী ইউনিয়ন ও বোয়ালখালী পৌরসভার মধ্যকার খেলা আক্রমণ পাল্টা আক্রামণের মধ্যে শুরু হয়। খেলার প্রথমার্ধে উভয় দলই মরিয়া খেললেও কাঙ্খিত গোলের দেখা পায়নি কোন দল। দ্বিতীয়ার্ধে সারোয়াতলী দলের ছন্নছাড়া ও এলোমেলো খেলার সুযোগ কাজে লাগায় পৌরসভা দল। পরে টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল পৌরসভা দলকে নগদ ১৫ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ সারোয়াতলী ইউ পি কে নগদ ১০ হাজার টাকা ও রানার্স আপ ট্রফি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ফাইনাল খেলা উপলক্ষে ইউ এনও আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি একরামুল ছিদ্দিক, উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিন খান, চেয়ারম্যান বেলাল হোসেন, প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, প্যানেল মেয়র জোবাইদা বেগম, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন আবু, পৌর সভার একাউন্টেন্ট মজিবুর রহমান প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত