জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
মিরসরাই উপজেলার সামাজিক, স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠন স্বপ্নতরী-৭১ এর ফুডব্যাংকিং বিভাগের পক্ষ থেকে উপজেলার হতদরিদ্র ও মধ্যবিত্তের মাঝে রমজানের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সংগঠনটির সাধারণ সম্পাদকের পরিচালনায় উপজেলার হতদরিদ্র ও মধ্যবিত্ত মোট ৪০ পরিবারের মাঝে প্রাথমিক ভাবে রমজানের খাদ্যসামগ্রী সকলের ঘরে ঘরে পৌছিয়ে দেয় সংগঠনের সদস্যরা।
করোনার কারণে কাবু হয়ে পড়ছে হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার গুলো , কেউ না খেয়ে দিন পার করতেছে কেউ ত্রাণ এর আশায় দিন পার করতেছে।
স্বপ্নতরী-৭১ এর সাধারণ সম্পাদক বলেন, আমরা আমাদের সামার্থ অনুযায়ী এবং বিভিন্ন দাতা গোষ্ঠীর সহযোগিতার মাধ্যমে মিরসরাই উপজেলায় ৪০ জন হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার মাঝে প্রাথমিক ভাবে রমজানের উপহার পৌছিয়ে দিতে সক্ষম হয়েছি। রমজানের উপহার বাড়িতে বাড়িতে পৌছিয়ে দেয়ার সময় বলে রাখছি দেশের অবস্থার উন্নতি হলে এবং আপনার সামার্থ হলে সমপরিমাণ খাবার কোন গরীব অসহায় বা এতিম কে দান করে দিবেন।