রবিবার, আগস্ট ১৭, ২০২৫

ফটিকছড়ির রোসাংগিরী থেকে দুই ইয়াবা কারবারী গ্রেফতার!

আপডেট:

নিজস্ব সংবাদদাতা,
ফটিকছড়িতে দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর রবিবার রাতে উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ধুরুংকুল ব্রিজের দক্ষিণ পাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন, ইবলু (২৬) ও রানা মিয়া (২২)।

পুলিশ জানায়, দুই ইয়াবা কারবারী রাতে আধাঁরে রোসাংগিরীর ধুরুংকুল এলাকায় ইয়াবা বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওসি রবিউল ইসলামের নির্দেশে এস.আই অহিদ মুরাদের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যালেট ও নগর টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতাকৃত ইবনু উত্তর রোসাংগিরী এলাকার চেয়ারম্যান বাড়ির মৃত ইব্রাহিমের পুত্র, রানা মিয়া একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মতি পন্ডিত বাড়ীর মৃত দিদারুল আলমের পুত্র।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, মাদক কারবারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত