মোহাম্মদ জিপন উদ্দিন, ফটিকছড়িঃ
নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন পুরো বিশ্ব চুপসে যাচ্ছে এমন পরিস্থিতিতে দেশের এই সংকটময় মুহূর্তে বরাবরের মত এবারও অসহায় মানুষদের পাশে নগরতারা ফাউন্ডেশন।
সামাজিক কল্যানমূলক সংগঠন ‘নগরতারা ফাউন্ডেশন’ যারা কাজ করে সমাজের অবহেলিত, অসহায় মানুষদের নিয়ে। দেশের এমন দূর্বার পরিস্থিতিতেও এগিয়ে এসেছে তারা অসহায়দের পাশে।
মঙ্গলবার (৩১মার্চ) ১০নং সুন্দরপুর ইউনিয়নের সাদেক নগরে মোট ৩০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে নগরতারা ফাউন্ডেশন। চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয় ওই পরিবার গুলোতে। এবং সে সাথে এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশন সদস্যরা। উপস্থিত সংগঠনের সদস্য সুমন, মহিন, শিবলু প্রমুখ ত্রাণ কার্যক্রম সম্পন্ন করেন।
তাদের লক্ষ্য উদ্দেশ্য জানতে চাইলে ‘নগরতারা ফাউন্ডেশনের’ প্রতিষ্টাতা মুরাদ আহমেদ সাওন জানান, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা অসহায় মানুষদের নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ ভবিষ্যৎও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে, অসহায় ঘরে পৌছে দিব খাবার।
উল্লেখ্য, এর আগে মোট ১০ পরিবার সহ এখন পর্যন্ত এ ফাউন্ডেশন মোট ৪০ পরিবারকে ত্রাণ দিয়েছেন এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন।