মাহফুজ আলম, কাপ্তাই:
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুজয় চাকমা- বাবু সহ তার পরিবারের ৬ জন করোনা যুদ্ধে জয়ী হয়ে সুস্থ্য আছেন স্ব-পরিবার। করোনা যোদ্ধা চিকিৎসক পরিবারের অন্য সদস্যরা হলেন বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান।
১২ জুলাই এ ব্যাপারে নিশ্চিত করনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার -পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী।
এছাড়াও ডাক্তার সুজয় চাকমা এ প্রতিনিধিকে জানিয়েছেন গেল ২১ জুন থেকে ২৩ জুন এ দিন গুলোতে পরিবারের সবার মাঝে করোনা উপসর্গ দেখা দিলে ২৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে স্ব- পরিবারে নমুনা পরীক্ষা দেওয়া হয়। এর পরবর্তীতে এক দিন পর অর্থাৎ ২৫ জুন চট্টগ্রাম মেডিকেল থেকে রিপোর্ট আসে আমি-সহ পরিবারের সকলের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়। পরবর্তীতে চট্টগ্রামের একটি বাসায় স্ব- পরিবারে দীর্ঘ ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসকের পরামর্শ দেওয়া চিকিৎসা নিয়ে প্রায় ১৬ দিন পর ৯ জুলাই করোনা যুদ্ধে স্ব- পরিবারে সুস্থ্য হয়ে জয়ী হয়েছেন। তিনি আরো বলেন করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বিভিন্ন রোগীর চিকিৎসা সেবা মুলক কাজে সক্রিয় ভাবে দায়িত্ব – কর্তব্য পালনে কর্মস্হলে নিয়মিত উপস্থিত ছিলেন ডাঃ সুজয় চাকমা।