মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

পটিয়ায় দুই জন ইয়াবা ব্যাবসায়ী আটক

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় দুই জন ইয়াবা ব্যবসায়ী ও ইয়াবা সেবীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ ।
জানা যায়, ধৃৃৃত ইয়াবা ব্যবসায়ী কুমিল্লা চৌদ্দ গ্রামের মৃত জুলখু মিয়ার পুত্র মাদক সম্রাট মো. সরওয়ার (৩৫) ও ইয়াবা সেবী আব্বাস উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (৩৭)। চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া বিএনপি অফিস এলাকা থেকে তাদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার এসআই নাদিম মাহমুদ।

পটিয়া থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা চৌদ্দগ্রামের বাসিন্দা মৃত জুলখু মিয়ার পুত্র মো. সরওয়ার দীর্ঘদিন ধরে পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে হাবিবুর পাড়া এলাকায় পাকা ভবন নির্মাণ করে বসবাস করে আসছিল। সে উক্ত এলাকা থেকে বিয়ে করেন। দীর্ঘদিন ধরে সরওয়ার ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সরওয়ারকে ইয়াবাসহ গ্রেফতার করেন। তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা পাওয়া যায় এবং ইয়াবা সেবী আনোয়ার হোসেনের কাছ থেকে ৫ পিস ইয়াবা পাওয়া যায়।
এসআই নাদিম মাহমুদ জানিয়েছেন, সরওয়ার দীর্ঘদিন ইয়াবা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে করেন। পটিয়া থানায় এ সংক্রান্তে তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তাদের কে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত