সায়েম মাহমুদ,
মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Is the supper man. এই কথাটা লিখা আছে ব্রিটিশ জাদুঘরের দেয়ালে। কিন্তু ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবমাননা করে বানানো হয়েছে বিভিন্ন কার্টুন ও ব্যঙ্গচিত্র আবার তা প্রদর্শনীও হচ্ছে।
সারা বিশ্বের মতো তারই প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজের পরে চট্টগ্রামের পটিয়া উপজেলার ইসলাম প্রিয় সাধারণ ছাত্র সমাজের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মিছিলটি পটিয়া রেল স্টেশন সংলগ্ন জামিয়া আল ইসলামিয়া পটিয়া থেকে বের হয়ে শহীদ আবদুস সবুর রোড হলে বিভিন্ন স্হান প্রদক্ষিণ করে পটিয়া উপজেলা হয়ে থানার মোড় এসে সমাপ্ত হয়। এবং একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে সবার হাতে ছিলো ফ্রান্স বিরোধী বিভিন্ন পোস্টার, ফেস্টুন ইত্যাদি। এসময় উপস্থিত জনতা ফ্রান্সের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাবেশে বক্তারা ফ্রান্সের এসব কর্মকাণ্ডে নিন্দা জানিয়ে কঠোর সমালোচনা করেন। তাছাড়া ফ্রান্সের এরূপ কর্মকাণ্ডের জন্য মুসলিম বিশ্বের নিকট ক্ষমা চাওয়ার আহবান জানান। এছাড়া ফ্রান্সের বিভিন্ন পণ্য বয়কট এবং ঐক্যবদ্ধ ভাবে সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়।