পটিয়া-কক্সবাজার মহাসড়কে শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই
কাউছার অালম, পটিয়াঃ
গতি নিয়ন্ত্রক কিংবা জেব্রা ক্রসিং না থাকায় শিক্ষার্থীরা চলে গাড়ির ফাঁকে ফাঁকে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশের স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের ভোগান্তি যেন শেষ নেই। জেব্রা ক্রসিং না থাকায় মহাসড়কের পার্শ্ববর্তী এলাকায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০ হাজার শিক্ষার্থী প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন লেখাপড়া করছে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।
ব্যস্ততম এই মহাসড়ক পেরিয়ে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া নিয়ে অভিভাবক মহল সদা উদ্বিগ্ন থাকলেও প্রশাসন এ ব্যাপারে নির্বিকার। চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কে গত ৫ বছরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে দুই শতাধিক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন আর এর মধ্যে আহত হয়েছেন অত্যন্ত পাঁচ শতাধিকের বেশি শিক্ষার্থী।
গত মাসে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড় হতে গিয়ে পটিয়া রাহাত অালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রবিউল (১৩) কার্ভাডভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। কুসুমপুরা উচ্চ বিদালয়ের নবম শ্রেনীর ছাত্রী আকলিাম স্কুলে শেষে বাড়ি ফেরার পথে ট্টাক চাপায় মহাসড়কেই প্রাণ হারান। শুধু রবিউল কিংবা আকলিমা নন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ হরিয়েছে অনেকজন।