বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

পটিয়ায় ফের ২১ গরু ডাকাতি; আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি!

আপডেট:

পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ‘মরিয়ম এগ্রো ফার্ম’ থেকে সংঘবদ্ধ ডাকাতদল ২১টি গরু লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

ফার্মের তত্ত্বাবধায়ক মোঃ তৌহিদুল আলম জানান, “ডাকাতরা ফার্ম থেকে ছোট-বড় ২১টি গরু নিয়ে যায়, যার বাজারমূল্য আনুমানিক ২৮–৩০ লাখ টাকা। ভোর ৬টায় তিনি ফার্মে এসে দেখেন, ফার্মের বাহিরের দরজা বন্ধ এবং ভেতরে তিনজন প্রহরীকে বেঁধে রাখা হয়েছে। প্রহরীরা জানান, রাতের বেলায় ডাকাতদল অস্ত্রের মুখে তাদের জিম্মি করে গরু নিয়ে যায়।”

বিজ্ঞাপন

ফার্মের প্রহরী সালাউদ্দিন জানান, “শেষ রাতের দিকে প্রায় ১০-১২ জন ডাকাত ফার্মে হানা দেন। শুরুতেই ডাকাতদল তার হাত-পা বেঁধে মুখে গামছা দিয়ে ঢেকে দেয়। ডাকাতদের হাতে অস্ত্র ও ছুরি ছিল। তারা তাকে চিৎকার-চেচামেচি করলে প্রাণনাশের হুমকিও দেন।”

বিগত ১২ নভেম্বর রাতে ডাকাতদল একই কায়দায় হাবিলাসদ্বীপ গ্রাম থেকে ১৯টি গরু লুট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে যোগাযোগ করলে পটিয়া থানার ওসি জায়েদ নূর বলেন, “ঘটনার তদন্ত চলছে। শীগ্রই আমরা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। ডাকাতি বেড়ে যাওয়ায় আমরা টহলও বৃদ্ধি করেছি।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত