শনিবার, আগস্ট ১৬, ২০২৫

নাগপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মুমিনুলরা

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
টি-টোয়েন্টি সিরিজ প্রায় শেষের পথে। মাত্র একটি ম্যাচ বাকি। রোববারের ওই ম্যাচটি শেষ হলেই শুরু হয়ে যাবে টেস্ট সিরিজের প্রস্তুতি। পুরো টেস্ট স্কোয়াডের সদস্যরা একসঙ্গে সেই প্রস্তুতি শুরু করবে। মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদসহ কয়েজন খেলোয়াড় আছেন; যারা টি-টোয়েন্টির পর টেস্টেও খেলবেন। তাদের আপাতত টেস্ট নিয়ে প্রস্তুতি নেয়ার উপায় নেই। সব ভাবনা রোববারের ম্যাচ ঘিরে।

তবে নাগপুরে সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন টেস্ট দলের ৮ সদস্য। এর মধ্যে টেস্ট স্পেশালিস্ট ও দলীয় অধিনায়ক মুমিনুল হক, ইমরুল কায়েস, সাদমান ইসলাম আর সাইফ হাসান আজ (শুক্রবার) দুপুরের ফ্লাইটে নাগপুরের উদ্দেশ্যে রাজধানী ছেড়েছেন।

বিজ্ঞাপন

বাকি চারজন-মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন যাবেন পরের অংশে। তবে আজই ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদেরও। আগামী ১৪ নভেম্বর ইন্দোরের বিধর্বা ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি। দ্বিতীয় টেস্ট কলকাতার ইডেন গার্ডেনে শুরু ২২ নভেম্বর।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি আগামীকাল ৯ নভেম্বর কলকাতায় সিএবি অফিসে বৈঠক করবেন। সৌজন্য সাক্ষাৎ হিসেবে ওই বৈঠক শুরুর কথা স্থানীয় সময় বেলা দুইটায়। পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফিসে এই বৈঠকে উপস্থিত থাকবেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনও। বিসিবির নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে দিবারাত্রির। কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া এ টেস্ট খেলা হবে গোলাপি বলে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো গোলাপি বলে টেস্ট খেলবে বাংলাদেশ। ভারতেরও জন্যও দিবারাত্রির টেস্ট প্রথম। ২২ নভেম্বর এ টেস্ট শুরুর আগে অন্তত দু-দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেললে অনুশীলনটা ভালো হতো বলে মনে করেন সাইফ। প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট স্কোয়াড়ে ডাক পাওয়া তরুণ এই ব্যাটসম্যান বলেন; ‘আমাদের একটি প্রস্তুতি ম্যাচ খেললে ভালো হতো। যেহেতু হবে না তাই যত দ্রুত সম্ভব ওখানে গিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত