নতুন বছর “২০২২”
মাসুদা আকতার তিশা
ফুরিয়ে গেলো একটি বছর
শুরু হলো আবারো নতুন বছর,
নতুন দিনে নতুন ভাবে
স্বাগতম সবাইকে নতুন বছরে।
নতুনের ছোয়া নতুন তারিখে
এসেছে আনন্দ ভেলা ভেসে,
সব দুঃখ হতাশা ঝেড়ে ফেলে
তাই মন সেজেছে নতুন বেশে।
নতুন পোশাকের নতুনের সাজ
নতুন বছরের শুরু আজ,
নতুন বছরের নতুন আশা
কেউ যেনো না হয় নিরাশা।
বিগত বছরটি পেরিয়ে গেলো
মনের ক্যানভাসে,
নতুন বছরকে করি বরণ
সবাই ভালোবেসে।