বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

নগরীতে পাহাড় ধসের শঙ্কা! নিরাপদে সরে যেতে মাইকিং

আপডেট:

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম প্রবল টানা বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

টানা ৩দিনের অব্যাহত ভারী বর্ষণে ভূমি ধসের শঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর ১৭টি ঝুঁকিপূর্ণ এলাকায় এই মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি পাহাড়ে বসবাসকারীরা সামাজিক দূরত্ব নিশ্চিত করে যাতে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরে নিরাপদে অবস্থান গ্রহণ করতে পারে এজন্য নগরীর চান্দগাঁও, বাকলিয়া, আগ্রাবাদ এবং কাট্টলী সার্কেলাধীন এলাকায় মোট ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় মসজিদগুলো থেকেও মাইকিং এর মাধ্যমে লোকজনকে নিরাপদ অবস্থানে আশ্রয় নিতে আহ্বান জানানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত